
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদার পরিচালনায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, জেলার সব সমস্যার সমাধান একসাথে সম্ভব নয়। ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।জেলার উন্নয়নে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
মতবিনিময় সভায় কুড়িগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।