
রাইজিংসিলেট- বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ “The Bastards of Bollywood” সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর, মুম্বইয়ে এক জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার অনুষ্ঠানের মাধ্যমে সিরিজটির উদ্বোধন হয়। এই আয়োজনে হাজির হন বলিউডের পরিচিত মুখসহ শিল্প, সংস্কৃতি ও ব্যবসা জগতের অনেকেই, যার মধ্যে অন্যতম ছিল ভারতের প্রভাবশালী আম্বানি পরিবার।
অনুষ্ঠানের এক ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায়, মুকেশ অম্বানি ও নীতা অম্বানি হাতে হাত ধরে ভেন্যুতে প্রবেশ করছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। মুকেশ অম্বানিকে দেখা যায় কালো স্যুট ও সাদা শার্টে, আর নীতা অম্বানি পরেছিলেন আকাশী রঙের শাড়ি এবং হীরের গয়নায় সজ্জিত ছিলেন তিনি। এই জুটি রীতিমতো নজর কেড়েছেন সকলের।
এছাড়া, প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আকাশ অম্বানি, তার স্ত্রী শ্লোকা মেহতা এবং রাধিকা মার্চেন্ট। রাধিকা লাল গাউনে, আকাশ ক্লাসিক স্যুটে এবং শ্লোকা কালো ঝলমলে গাউনে রেড কার্পেটে আলো ছড়িয়েছেন।
উল্লেখযোগ্য, মুকেশ অম্বানি ভারতের অন্যতম শীর্ষ ধনী ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার স্ত্রী নীতা অম্বানি একজন সফল সমাজসেবী ও উদ্যোক্তা, যিনি ২০২৩ সালে নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টার-এর সূচনা করেন এবং মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল দলের সহ-মালিক হিসেবেও পরিচিত।
শাহরুখ খানের সঙ্গে আম্বানি পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে, যা এই আয়োজনে তাদের উপস্থিতি আরও অর্থবহ করে তোলে। আরিয়ান খানের নতুন যাত্রায় তাদের পাশে পাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।