
রাইজিংসিলেট- সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বুধবার সন্ধ্যা ৭টার দিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—
মো. জহিরুল ইসলাম (৪০), রায়নগর রাজবাড়ী, কোতোয়ালি থানা
সুমন আহমদ (৩৪), কাজিটুলা, ব্লক-বি
খোকন মিয়া (২৫), চৌকিদেখী, এয়ারপোর্ট থানা
রাজু আহমদ (২৬), চৌকিদেখী ১নং গলি
মো. সাগর মিয়া (২৬), মজুমদারী
মো. রুমন আহমদ (৩০), উত্তর বালুচর, শাহপরাণ থানা
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।