
রাইজিংসিলেট- সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে নিয়মিত। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত বিভাগজুড়ে ১৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন রোগী শনাক্ত হওয়ায় এই সংখ্যা দেড়শ’ ছাড়িয়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, জেলার ভিত্তিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নরূপ:
হবিগঞ্জ: ৮৬ জন
সিলেট: ২৯ জন
সুনামগঞ্জ: ২১ জন
মৌলভীবাজার: ২০ জন
বর্তমানে ১২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসা নিচ্ছেন।
ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে হবিগঞ্জ জেলায়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আক্রান্তদের অনেকে বাইরের জেলা থেকে ডেঙ্গু নিয়ে এসেছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।