
মাশকুর রাতুল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন । দলটির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য ছিলেন তিনি।
পদত্যাগপত্রে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফলে নিজের ব্যক্তিগত জীবন প্রভাবিত হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন মাশকুর রাতুল।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসলেও গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন রাতুল।
এ বিষয়ে মাশকুর রাতুল সাংবাদিকদের বলেন, মানবজীবন মাত্রই রাজনৈতিক, তবে আপাতত লেখালেখিতে মনোনিবেশ করতে চাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।