ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে গেল সালমান শাহর মৃ ত্যু র মামলার রিভিশন শুনানি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যু নিয়ে তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনটি শুনানির জন্য পিছিয়ে ১৩ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে বিষয়টিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও, পরিবার শুরু থেকেই এটি হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে। দীর্ঘ তদন্ত এবং বিভিন্ন সংস্থার অনুসন্ধানেও মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

সালমান শাহ নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে নতুন ঢেউ তুলেছিলেন। মাত্র চার বছরেই ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘রূপালি’, ‘অঞ্জলি’, ‘এই ঘর এই সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’ সহ প্রায় ২৭টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রোমান্টিক চরিত্রে অভিনয়ে তার স্বকীয়তা তাকে তরুণদের মাঝে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে।

তার আকস্মিক মৃত্যু এখনও রহস্যে ঘেরা। নীলা চৌধুরী ছেলের মৃত্যুর সঠিক বিচার পেতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আগামী ১৩ অক্টোবর শুনানির পর মামলার অগ্রগতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।