
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন সারি নদীর দক্ষিণ তীরবর্তী এলাকায় বালুবাহী ভলগেট আটকিয়ে চাঁদাবাজি করার সময় এক যুবককে আটক করে জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক যুবকের নাম শাহাদত হোসেন (৩২)। তিনি ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিম গ্রামের মৃত রকমান খাঁর ছেলে। ঘটনাটি ঘটে গত ২১ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৫টার দিকে।
স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ে প্রশাসনের নিলামে বালু ক্রয় করে জৈন্তাপুরের বাওন হাওড় থেকে বালুবাহী ভলগেট নিয়ে যাওয়ার পথে শাহাদতসহ ৫-৬ জনের সংঘবদ্ধ চক্র বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে আসছিল। এরই ধারাবাহিকতায় ওইদিন বিকালে দুটি ভলগেট আটকিয়ে তারা ৫০ হাজার টাকা দাবি করে। ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহাদত ও তার সহযোগীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়।
এসময় ক্ষুব্ধ জনতা ধাওয়া করে শাহাদত হোসেনকে একটি বিদেশি চাকুসহ আটক করে। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা নৌকা যোগে পালিয়ে যায়।
ঘটনার পর ব্যবসায়ী মো. আবকর হোসেন বাদী হয়ে আটক শাহাদতসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, শাহাদত হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করায় স্থানীয় জনতাকে ধন্যবাদ জানান তিনি।
আরও পুড়ুন —সারী নদীতে চাঁদাবাজির সময় যুবক আ ট ক ভিডিও সহ