
রাইজিংসিলেট- ওমানে নির্মাণকাজের সময় ছাদ থেকে পড়ে মারা গেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের যুবক জিয়াউদ্দিন মোল্লা (৩৮)। তিনি গত তিন বছর ধরে সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ১৫ সেপ্টেম্বর তীব্র গরমের মধ্যে কাজ করার সময় তিনি দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দেশটির নিজওয়া হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ছয়দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২১ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
জিয়াউদ্দিন মোল্লা টেকেরঘাট গ্রামের সুরুজ মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ বছরের একমাত্র সন্তান ইয়াসিন মোল্লাকে রেখে গেছেন।
নিহতের পরিবার জানিয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ওমানে বাংলাদেশ দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। বর্তমানে প্রক্রিয়া চলমান।
স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, এ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে আনাসহ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।