
রাইজিংসিলেট- শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এই সময়ের মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার মতো ধর্মীয় দিবস রয়েছে। ধর্মীয় ভাবগম্ভীরতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময় কোনো পরীক্ষার তারিখ না রাখার অনুরোধ জানানো হয়েছে।
স্কুলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এবং ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এবং ১২ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।