
মৌলভীবাজারের জুড়ী উপজেলাবাসীর প্রাণের সংগঠন জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ২১ বছর পুর্তি ও সাফল্যের স্বীকৃতি অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় লন্ডনের একটি কনফারেন্স হলে অনুষ্টিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল এর সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সালেহ আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মইনুল।
অনুষ্ঠানে সলিসিটর ছহুল আহমেদ মকু, অধ্যক্ষ ফখর উদ্দিন আহমেদ ও কাউন্সিলর মাসুকুর রহমান কে যুক্তরাজ্যে পেশাগত ক্ষেত্রে সাফল্যের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয় । তাছাড়া ৩১ জন ছাত্র ছাত্রী, ১২ জন ফাউন্ডার মেম্বারসহ সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ডক্টর রুহিত কুমার দাস গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ফাস্ট সেক্রেটারি মোছাম্মত মীর নুরানী রুপমা, জি এল এ মেম্বার উনমেস দেশাই, কাউন্সিলর রহিমা রহমান, মুজিবুর রহমান জসিম, আহবাব হোসেন, এস্পায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সলিসিটর ছহুল আহমেদ মকু, অধ্যক্ষ ফখর উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন অধ্যাপকিা সেলিনা বেগম, প্রশান্তির চেয়ারম্যান লিলু আহমেদ, ডিরেক্টর এন্ড হেড টিচার মেরিট টিউটরস মোহাম্মদ বারী, ডিরেক্টর লাক্স ফারনিশিং এমরান রহমান, সংগঠনের ফাউন্ডার মেম্বার ফারুক আহমেদ, হাফিজ কামাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, ইউনুছ মিয়া, জিল্লুর রহমান কয়েছ, তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ রাজু, কোষাধ্যক্ষ সিপার রেজা, সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম, লুৎফুর রহমান, জি এম চৌধুরী রনি, সহ সাধারণ সম্পাদক এম এ সবুর, সাংগঠনিক সম্পাদক আযহার আহমেদ ওয়াসীম, সহ কোষাধ্যক্ষ ইখতিয়ার মিয়া মাসুম, জনকল্যাণ সম্পাদক মারুফ আহমেদ পাপ্পু, ইভেন্ট সেক্রেটারি সাইফুজ্জামান দীপলু, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি মাহবুবুর রহমান, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাছভীর আহমেদ ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আতিকুর মিয়া সুমন, কামাল হোসেন, আবদুল মতিন মুন্না, দেলওয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ২১ বছর পুর্তির এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জুরী প্রবাহ নামে একটি স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয় এবং শেষে কেক কেটে ২১বছর পুর্তি উদযাপন করা হয়।
প্রধান অতিথি ডক্টর রুহিত কুমার দাস গুপ্ত তার বক্তব্যে জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর মানবসেবা মুলক কাজের ভুয়শী প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদানের বিষয়টিকে স্বাগত জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ফাস্ট সেক্রেটারি মোছাম্মত মীর নুরানী রুপমা জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সর্বাত্বক সফলতা কামনা করে বলেন বাংলাদেশ হাই কমিশন জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর সমাজ কল্যাণ মুলক যে কোনো কাজে সাহায্যের হাত প্রসারিত করবে।