
সুপার ফোরে ভারতের বিপক্ষে হারের পরও ফাইনালের স্বপ্ন টিকে আছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪১ রানে পরাজিত হয় টাইগাররা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের ১৬৮ রানে আটকে দেওয়ার পরও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ জিততে পারেনি সাকিব আল হাসানের দল। এ হার বাংলাদেশকে কঠিন সমীকরণে ফেলেছে।
ফাইনালে যেতে হলে শেষ ম্যাচে পাকিস্তানকে হারানো ছাড়া কোনো পথ নেই বাংলাদেশের সামনে। সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তান সমান ২ ম্যাচে ১ জয় করে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অন্যদিকে দুই ম্যাচে টানা জয় নিয়ে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি রূপ নিয়েছে এক প্রকার ভার্চুয়াল সেমিফাইনালে। যে দল জিতবে, তারাই ভারতের সঙ্গী হয়ে ফাইনালে উঠবে। তাই আজকের ম্যাচটাই নির্ধারণ করবে এশিয়া কাপের ফাইনালে টাইগাররা থাকবে কি না।