
নিয়োগের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ বিষয়ে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের নাম ব্যবহার করে ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্প কমিটি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক মোট ১৬১ জন জনবল নিয়োগের লক্ষ্যে নিরাপত্তা কর্মী, লিফটম্যান, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ আউটসোর্সিং প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সকে ১৩ নম্বর প্যাকেজে অনুমতি প্রদান’ শিরোনামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশ মন্ত্রণালয়ের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্র এই ভুয়া পত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩ এর উপসচিব আবুল বাকের মো. তৌহিদের নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। বাস্তবে তিনি বর্তমানে এ মন্ত্রণালয়ে যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-১) পদে কর্মরত আছেন।
‘এ অবস্থায় স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ওই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও কার্যাদেশের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া নিয়োগপত্র ও কার্যাদেশ তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।’
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
‘এই ভুয়া পত্রে গত ৭ সেপ্টেম্বর ২৫,০০,০০০,০৫৬,৩৫,০০৩,২২-০৫৪ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই ভুয়া বিজ্ঞপ্তি ও কার্যাদেশে উল্লেখ করা হয়েছে, খন্দকার ট্রেডার্স জনবল নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করবে এবং প্রতিষ্ঠানটির হিসাব নম্বর ০০৫৩৩০১২৬৬১, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, তোপখানা রোড শাখায় নিয়োগকৃত ১৬১ জন কর্মীর বেতন দেওয়া হবে।’