
রাইজিংসিলেট- রেকর্ড গড়লেন হ্যারি কেইন, পেছনে ফেললেন রোনালদো ও হলান্ডকে। বুন্দেসলিগায় দুর্দান্ত ফর্মে রয়েছে বায়ার্ন মিউনিখ। টানা জয়ের ধারা বজায় রেখে তারা সর্বশেষ ম্যাচে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে ভেরডার ব্রেমেনকে। এদিন দলের জয়ে বড় অবদান রাখেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন, যিনি জোড়া গোল করে ছুঁয়েছেন এক অনন্য মাইলফলক—মাত্র ১০৪ ম্যাচেই একটি ক্লাবের হয়ে ১০০ গোলের নজির গড়েছেন তিনি।
এত কম ম্যাচে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ১০০ গোল করার এই কৃতিত্ব আর কেউ অর্জন করতে পারেননি। এর আগে রেকর্ডটি যৌথভাবে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হলান্ডের দখলে, যারা দু’জনই ১০৫ ম্যাচে শততম গোল করেন।
মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন, গোল করেন জোনাথন টাহ। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। বিরতির পর লুইস দিয়াজের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ স্ট্রাইকার। শেষ দিকে কনার্ড লাইমার গোল করে স্কোরলাইন ৪-০ করেন।
বর্তমানে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৫ ম্যাচে ৫ জয় নিয়ে ১৫ পয়েন্টসহ শীর্ষে রয়েছে। চলতি মৌসুমে ইতোমধ্যে কেইনের গোল সংখ্যা ১০।
রেকর্ডের পর প্রতিক্রিয়ায় হ্যারি কেইন বলেন,
“এই ক্লাবের হয়ে ১০০ গোল করা সত্যিই আমার জন্য সম্মানের। এত দ্রুত এই মাইলফলকে পৌঁছাতে পারবো ভাবিনি—এটা আমার ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত।”
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পান বলেন,
“অনেকে শুধু ওর গোলের দিকটাই দেখে। আমি বলি, রক্ষণে ওর অবদান কিংবা পেছনে দৌড়ে এসে দলের জন্য খাটুনিটাও দেখুন। সে শুধু রেকর্ড গড়েনি, দলকে অনেক কিছু দিয়েছে।”