
রাইজিংসিলেট- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সংগীতশিল্পী ও সাবেক জাতীয় ক্রিকেটার আসিফ আকবর। তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে কেবল নিজ জেলা কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
আসিফ বলেন, “চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায়ই প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর কিংবা ব্রাহ্মণবাড়িয়া—সকল জেলাতেই উদ্যোগ নেওয়া গেলে ভবিষ্যৎ তারকা গড়া সম্ভব। আমি সেই সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করতে চাই।”
ব্যক্তিগতভাবে নির্বাচনী রাজনীতিতে তার আগ্রহ না থাকলেও কুমিল্লার ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়দের আহ্বানে সাড়া দিয়ে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
“ক্রিকেট আমার রক্তে। যদিও আগে বিসিবির নির্বাচন নিয়ে কখনো ভাবিনি, তবে কুমিল্লার খেলোয়াড় ও সংগঠকরা চেয়েছেন আমি দায়িত্ব নিই। তাদের সম্মান রেখেই আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি,”—বলেছেন আসিফ।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে কনসার্ট সফরে ব্যস্ত থাকলেও দেশের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এর আগে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে এবং আগামীকাল পর্যন্ত জমা দেওয়ার সুযোগ থাকবে। আসিফ জানিয়েছেন, তিনি এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।