ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাবেক মেয়র আরিফুল হকের আন্দোলন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট শহরের ফুটপাত দখল এবং ব্যাটারিচালিত রিকশার অব্যবস্থাপনার বিরুদ্ধে রোববার (২৮ সেপ্টেম্বর) রাজপথে নেমেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

আন্দোলনে অংশগ্রহণকারীরা ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ ও হকারমুক্ত ফুটপাতের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বক্তব্যে আরিফুল হক জানান, এসব রিকশা যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠেছে, আর হকাররা ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছে।

তিনি জানান, নগরবাসীর দাবি অনুযায়ী প্রশাসন ইতোমধ্যে পদক্ষেপ নিচ্ছে এবং তিনি সেই উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি হকারদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন, বিশেষ করে লালদীঘীর পাড় এলাকায়।

সাম্প্রতিক সময়ে সিলেটে সরকারি যানবাহন ও সিএনজিতে হামলার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। দুর্গাপূজা সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

আরিফুল হক নগরের শৃঙ্খলা রক্ষায় স্থানীয় তরুণ ও প্রবীণদের সমন্বয়ে পাড়া-মহল্লাভিত্তিক কমিটি গঠনের প্রস্তাব দেন।

কর্মসূচির শেষভাগে কোর্ট পয়েন্ট থেকে একটি গণপদযাত্রা বের হয়ে চৌহাট্টা ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আগের দিনও হকার উচ্ছেদ অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।