
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আগামীর জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তৃনমূল নেতাকর্মীদের কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের ম্যাসেজ পৌঁছে দিতে হবে। জনসাধারণের কাছে ৩১ দফাকে সঠিকভাবে তুলে ধরতে হবে। কারণ জনগণকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, বিএনপিকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। তাই নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ও সজাগ দৃষ্টি রাখতে হবে। নতুন জেনারেশনের কাছে বিএনপির ভিশন পৌঁছাতে হবে। আমাদের মা-বোন যারা বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে তাদের কাছে যেতে হবে। তাদেরকে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল করতে হবে। কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে পারবেনা।
তিনি রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৩নং দুবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুতারকান্দি এলাকায় বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৈঠকে উপজেলা, ইউনিয়ন ও ৫নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সুতারকান্দি এলাকার বিশিষ্ট মুরুব্বি আমির আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুল করিম, উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলাম, দুবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য নিয়াজ আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফতাব উদ্দিন, বিএনপি নেতা এমদাদুল হক চৌধুরী শাহীন, মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মারজান আহমদ প্রমূখ।
উঠান বৈঠকে বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থেকে বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা ছালিক আহমদ, সমজুদ আলী, বাবুল মিয়া, আব্দুল খালিক, আব্দুস সাত্তার ও জামাল প্রমূখ।