
রাইজিংসিলেট- আংশিক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করতে পারবে—এমন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের ভিত্তিতে এ সুবিধা দেওয়া হচ্ছে। এতে বলা হয়েছে, যেসব শিল্প প্রতিষ্ঠান পূর্ণ বন্ড লাইসেন্স নিতে পারছে না, তারা বিদ্যমান বন্ড ব্যবস্থার নিয়ম অনুসরণ করে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্ক ও কর পরিশোধ ছাড়াই কাঁচামাল বা প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে।
এক্ষেত্রে আমদানি পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ও করের পরিমাণ অনুযায়ী একটি সমমূল্যের ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে।
এনবিআর আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে আংশিক রপ্তানিকারকরা তাদের উৎপাদন ক্ষমতা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে, রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।