
রাইজিংসিলেট- ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন করে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার এই দায়িত্ব পেয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
এর আগে, সাকিবের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সহ একাধিক সংস্থায় চিঠি পাঠায় দুদক।
২০২৫ সালের জুন মাসে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলোভনে ফেলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
নতুন তদন্ত কর্মকর্তা এখন এই মামলার পাশাপাশি সাকিবের সম্পদের উৎস ও সম্ভাব্য অর্থপাচারের বিষয়েও তদন্ত পরিচালনা করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।