
রাইজিংসিলেট- আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় নতুনভাবে যুক্ত হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট, ও দুটি ধরণের সাবান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বৈঠকে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এই নতুন পণ্যগুলো টিসিবির মাধ্যমে স্বল্প আয়ে মানুষকে আরও সাশ্রয়ী দামে দেওয়া হবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে।
সরকার টিসিবির কার্যক্রমে প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানানো হয় সভায়। এক কোটি উপকারভোগীর জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও কার্যকর করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজারের বেশি। আরও প্রায় সাড়ে তিন লাখ কার্ড এখনো সক্রিয় হওয়ার অপেক্ষায়।
বৈঠকে বাণিজ্য সচিব, বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক, অতিরিক্ত সচিব ও টিসিবির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।