ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বহিষ্কৃত সদর উপজেলা জামায়াত নেতা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নওগাঁ জেলার সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একটি মাদরাসার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে তাকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জামায়াতের দেওয়া মনোনয়নও বাতিল করা হয়েছে।

জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব জানান, ২৮ সেপ্টেম্বর রাতে এক জরুরি বৈঠকে তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ‘নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মোনায়েম হোসাইনকে বহিষ্কার করা হয়েছে।’

ঘটনার পর এনায়েতপুর দাখিল মাদরাসার ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ে রিপোর্ট জমা দেয় কমিটি। সেখানে মোনায়েমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয়।

তবে আবদুর রাকিব এটিও জানান, এই ঘটনায় মাদরাসাটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টিও তদন্তে উঠে এসেছে। তিনি বলেন, ‘এ ধরণের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। জামায়াতের সঙ্গে মোনায়েম হোসাইনের এখন আর কোনো সম্পর্ক নেই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।