
রাইজিংসিলেট- বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ২০২৫ সালের হজ মৌসুমে সর্বনিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা, আর সর্বোচ্চ প্যাকেজে খরচ হবে সাড়ে ৭ লাখ টাকা।
সংগঠনটি জানিয়েছে, গত বছরের তুলনায় এবার সাধারণ ও বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা।
এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি উল্লেখ করেন, অতীতে হজযাত্রীদের কাছ থেকে গড়ে ৮০০ ডলার পর্যন্ত অতিরিক্ত বিমান ভাড়া নেওয়া হয়েছিল, যা তিনি ‘অন্যায়’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, আগামী মৌসুমে বিমান ভাড়ায় অন্তত ১০০ ডলার কম নেওয়ার পরিকল্পনা রয়েছে।
চলতি মৌসুমে হজের নিবন্ধনের শেষ দিন ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার হজযাত্রী পাঠানোর পরিকল্পনা থাকলেও, এখন পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন মাত্র ৩০ হাজার ব্যক্তি। ফলে হজ কোটা পূরণ করাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসলমান হজ পালনে সৌদি আরবের মক্কায় সমবেত হন। বাংলাদেশেরও একটি বড় অংশ এই ধর্মীয় সমাবেশে অংশ নিয়ে থাকেন।