ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াই বছর পর সেই কথা প্রকাশ্যে আনলেন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

পাকিস্তানি নাট্য অভিনেত্রী ও লেখিকা মীরা শেঠি বিচ্ছেদের প্রায় আড়াই বছর পর সেই কথা প্রকাশ্যে আনলেন। ২০২৩ সালের মার্চে ‘আন কাহি’ নাটকের শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই অনেকটা অন্তরালে বিচ্ছেদ হয় তার। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এ অভিনেত্রী বলেন, গত ২ থেকে আড়াই বছর ধরে নিজেকে নতুন করে আবিষ্কার, আত্মদর্শন ও আরোগ্যের জন্য ব্যক্তিগত যাত্রায় নিয়োজিত আছি। এই অধ্যায় এমন একটি প্রক্রিয়া, যা যেকোনো শিল্পীর জন্যই গুরুত্বপূর্ণ। আর তা স্বাভাবিকভাবেই জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সাবেক তত্ত্ববধায়ক মুখ্যমন্ত্রী নাজাম শেঠির মেয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিভোর্সের সময়টিকে জীবনের কঠিন চ্যালেঞ্জিং সময় হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকারে মীরা শেঠি জানান―ডিভোর্সের কারণে তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। এমনকি পরিচয় সংকটের মুখোমুখিও হয়েছিলেন।

জানা গেছে, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জমকালো এক আয়োজনে বিলাল সিদ্দিকীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী মীরা শেঠি। তখন বিয়ের খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

মীরা শেঠি তার বন্ধু-বান্ধব, পরিবার ও অপরিচিত মানুষদের ধন্যবাদও জানিয়েছেন। তার এই কঠিন পরিস্থিতিতে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন।

পাকিস্তানি এ অভিনেত্রী বিচ্ছেদ হওয়া নারীদের মুখোমুখি হওয়া সংগ্রামের কথাও বলেছেন। শোবিজ ইন্ডাস্ট্রিতে ক্রমবর্ধমান উন্মুক্ততা থাকার পরও ডিভোর্স শুধু মানসিকভাবে হৃদয় ভেঙে দেয় না, বরং সামাজিক পরিচয় সংকট ডেকে আনে বলেও জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।