
রাইজিংসিলেট- ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে ছাতক উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সভায় অংশ নেন।
সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,আমরা সবখানে বিজয় অর্জন করতে চাই। বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাতক-দোয়ারাবাজার আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, শামসুল হক নমু, মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু এবং যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন।