ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এসএমপির GenieA অ্যাপের উদ্বোধন

rising sylhet
rising sylhet
অক্টোবর ১, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর “GenieA” অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

 

আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন  পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

উদ্বোধনকালে পুলিশ কমিশনার জানান, অ্যাপটি গুগল প্লে-স্টোর ও iOS প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা যাবে। আগামী ১৬ অক্টোবর মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য থানায়ও চালু করা হবে।

প্রথম ধাপে অ্যাপটিতে দুটি ফিচার যুক্ত করা হয়েছে—

এসওএস বাটন: যেকোনো বিপদে ব্যবহারকারী ক্লিক করলে পরিচয়সহ বার্তা কন্ট্রোল রুমে পৌঁছাবে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন।

ইনসিডেন্ট রিপোর্টিং: নাগরিকেরা যেকোনো অপরাধ বা অপরাধীর তথ্য সরাসরি পুলিশকে পাঠাতে পারবেন। এমনকি চাইলে কেবল পুলিশ কমিশনার যেন তথ্যটি দেখতে পান, সেই সুযোগও থাকবে।

তিনি আরও জানান, ধাপে ধাপে মোট ১৬টি ফিচার যুক্ত করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

সিসিটিভি মনিটরিং ও এআই বিশ্লেষণ,ড্রোন নজরদারি,স্কুল শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা,ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ,নাগরিক মতামত গ্রহণ ও আলোচনার ফিচার।

এআই-ভিত্তিক আইনি সহায়তা (জিডি/মামলার খসড়া প্রস্তুত),ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি সেবার সমন্বিত ব্যবস্থা,ক্রাইম হিট ম্যাপ ও যানজট বিশ্লেষণ,ট্রাফিক ফাইন পরিশোধ,উবার ও পাঠাও সমন্বিত জরুরি সেবা,সাইবার বুলিংয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা ।

পুলিশ কমিশনার বলেন, “আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি। নগরবাসী আমাদের সহযোগিতা করলে এ অ্যাপের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও প্রযুক্তি-সমৃদ্ধ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।