
দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ওয়ানডে বিশ্বকাপে। শুরুতেই বল হাতে আগুন ঝরালেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই টানা দুই বলে পাকিস্তানের দুই উইকেট তুলে নেন তিনি।
দুই ওপেনার দ্রুত ফেরায় পাকিস্তান ব্যাটিং ভেঙে পড়ে। তবে রামিন শামিম ও মুনিবা আলি জুটি গড়ে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। নাহিদা আক্তারের ঘূর্ণিতে ভাঙে পাকিস্তানের প্রতিরোধ। ব্যক্তিগত ১৭ রানে আউট হন মুনিবা, আর ২৩ রানে সাজঘরে ফেরেন রামিন।
প্রথমে বল হাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব দেন মারুফাকে। প্রথম তিন বল ডট দেন এই পেসার। এরপর একটি ওয়াইড ও সিঙ্গেল দিলেও পরের দুই বলে পাকিস্তান শিবিরে নেমে আসে চাপ। পঞ্চম বলে ওমাইমা সোহেল বোল্ড হন সুইং মিস করে, আর ষষ্ঠ বলে সিদরা আমিন ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১০০ রান। ম্যাচে পুরোপুরি চাপে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশের বোলাররা যদি এভাবে ধারাবাহিক আঘাত হানতে থাকেন, তবে আজ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পথে এগোতে পারে টাইগ্রেসরা।
পাকিস্তান একাদশ : মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।
বাংলাদেশ একাদশ : ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।