ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাঠে নামছে বাংলাদেশ- বাংলাদেশের সম্ভাব্য একাদশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (৩ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সাকিব-তামিমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন/তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরীফুল ইসলাম ও তানজিম হাসান।

প্রথম ম্যাচে ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তামিম ইকবাল ও ইমন। তাই আজও তাদের ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তিন নম্বরে থাকবেন সাইফ হাসান।

মিডল অর্ডারে পরিবর্তন আসতে পারে। জ্বরে ভুগে প্রথম ম্যাচে না খেলা তাওহীদ হৃদয় আজ ফিরতে পারেন একাদশে। এতে জায়গা হারাতে পারেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন, যিনি সর্বশেষ তিন ম্যাচে দুটিতে শূন্য রানে ফিরেছেন। অপরদিকে, প্রথম ম্যাচে অপরাজিত ২৩ রান করে দলের জয়ে অবদান রাখা নুরুল হাসান সোহান আজও একাদশে জায়গা ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে।

স্পিন বিভাগে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা বেশি। তবে পেস আক্রমণে পরিবর্তন দেখা যেতে পারে। টানা খেলায় ক্লান্ত মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দলে আসতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।