
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান – সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন ও বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র পদদলিত করে আগামী নির্বাচনে এদেশের মানুষ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে। বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বহুবার করা হয়েছে। তবে তা সফল হয়নি। যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা নিজেরাই মাইনাস হবে, তাদের কে অতীত থেকে শিক্ষা নিতে হবে।
লিফলেট বিতরণ ও পথসভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্সের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম (মাসুদ রানা) ও যুবদল নেতা ইউসুফ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, জালাল উদ্দীন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, ১ম যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এস এম শাহীন, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, দেলোয়ার আহমেদ, সিনিয়র সদস্য মাসুক আহমেদ, যুবদল নেতা সালেক আহমেদ, উপজেলা জাসাস সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রব, জিয়া মঞ্চ সভাপতি মনু আহমেদ, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েল আহমেদ প্রমুখ।