
নগরীর বাগবাড়ি এলাকা থেকে গ্রেফতার হওয়া যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
কয়ছরের জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন এডভোকেট তাজ উদ্দিন।
সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। কয়ছরের পক্ষ থেকে জামিনের চাওয়া হলে বিচারক আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
রবিবার (৫ অক্টোবর) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশের একটি দল বাগবাড়িস্থ নিজ বাসায় অভিযান চালিয়ে কয়ছরকে গ্রেফতার করে। কয়ছর বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।
কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় রাখা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।