
রাইজিংসিলেট- সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরহাদ বক্সকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ অক্টোবর সন্ধ্যার পর সিলেট শহরের আখালিয়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে জালালাবাদ থানা পুলিশ।
ফরহাদ বক্স সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘনিষ্ঠ সহযোগী এবং তার ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ফরহাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
আটকের পরবর্তী দিন তাকে আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।