ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন পাইলট

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

বিসিবির নির্বাচনে ৪৫টি ভোটের মধ্যে ৩৫টি পেয়ে ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

আর তার কাঁধে উঠেছে দেশের ক্রিকেটে হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগে দায়িত্ব।

মূলত, দেশের ক্রিকেটের পাইপ লাইনকে সমৃদ্ধ করতে কাজ করে থাকে এই বিভাগটি। তাই বলা যায়, দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পেলেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় পাইলট এই দায়িত্ব দেওয়ার সিধান্ত নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

২৫ পরিচালক নিয়ে বিসিবি সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই পদে আমিনুল ইসলাম বুলবুলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

এ ছাড়াও আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নতুন বিসিবি সভাপতি। আর ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

উল্লেখ্য, গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমাকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ২৩ প্রার্থী এবং দুইজন এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।