ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রেনেড হা ম লা য় বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নি হ ত

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত দুই সদস্য গ্রেনেড হামলায় নিহত হয়েছেন।মঙ্গলবার (৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পশ্চিমাঞ্চলে সংঘটিত ওই হামলায় একজন ধর্মগুরুও নিহত হয়েছেন।

সোমবার রাতে কুর্দিস্তান প্রদেশের সারভাবাদ শহরের কাছে সরকারপন্থি আধাসামরিক বাহিনীর একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আইআরজিসির দুই সদস্য নিহত ও অন্য তিন সদস্য আহত হয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে।

 ইরানে সাধারণত ‘বিপ্লববিরোধী’ শব্দটি ব্যবহার করে ইরাক সীমান্তবর্তী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে বোঝানো হয়। এর আগে, বিভিন্ন সময়ে এসব গোষ্ঠী ইরাকি কুর্দিস্তান অঞ্চল থেকে সীমান্ত অতিক্রম করে ইরানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান।

তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলছে, গ্রেনেড হামলায় আইআরজিসির যে দুই সদস্য নিহত হয়েছেন, তারা হলেন ধর্মগুরু আলিরেজা ভালিজাদে এবং আইয়ুব শিরি। তবে ওই গ্রেনেড হামলা কারা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কর্তৃপক্ষ বলেছে, বিপ্লববিরোধী স্থানীয় একটি গোষ্ঠী ওই ভবনে গ্রেনেড হামলা চালিয়েছে।

২০২৩ সালের মার্চে ইরান ও ইরাকের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য ছিল ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিরস্ত্র ও সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান কারাবন্দি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওজালানের পক্ষ থেকে কুর্দি বিদ্রোহীদের অস্ত্রসমর্পণের আহ্বানকে সহিংসতা পরিহারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।