ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হা ম লা, আহত ৫

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া একটি মোবাইল ফোন নবীগঞ্জের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা রুমন মিয়া ব্যবহার করছেন বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রুমনের বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় রুমন মোবাইলটি নিজের দাবি করে পুলিশের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তার ভাই মামুনসহ স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এতে এসআই মেহেদী হাসান, পুলিশ সদস্য মাইনুল ইসলাম, এএসআই মোশারফ হোসেন, কনস্টেবল শাহ ইমরান এবং পল্টন চন্দ্র দাশ আহত হন। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কনস্টেবল শাহ ইমরানকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে মামুনসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।