ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’: তিন বন্ধুর গল্পে হাসি, প্রেম আর গ্রামীণ জীবন

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- তিন বন্ধুর মজার সব কাণ্ড, প্রেম, দ্বন্দ্ব আর কেবল টিভি ব্যবসাকে কেন্দ্র করে আসছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে থাকছে বাবুল, মোহন ও পাঙ্খা নামের তিন বন্ধু, যারা একসঙ্গে চালায় একটি ডিস সংস্থা—‘পাঙ্খা স্যাটেলাইট’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। প্রচারিত হবে আরটিভি-তে। শুধু কৌতুক নয়, নাটকে উঠে আসবে গ্রামীণ মানুষের স্বপ্ন, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের নানান রঙ।

চরিত্রগুলোও ভীষণ বৈচিত্র্যময়। যেমন, পাঙ্খা হচ্ছে গ্রামের স্বঘোষিত বিজ্ঞানী, যার ইচ্ছা হাতির পিঠে বিয়ে করার। বাবুল হলো কুংফু মাস্টার, স্বপ্ন দেখে সোনার দাঁত বসানোর। মোহন আবার জড়িত সুদের কারবারে, কিন্তু তার প্রেমজ জীবন দারুণ রঙিন। তিন বন্ধুর দুঃসাহসিক ও হাস্যরসাত্মক যাত্রা নিয়েই এগিয়ে যাবে কাহিনি।

এছাড়াও থাকছে আরও নানা ধরনের চরিত্র—ঘোড়ায় চড়া আতর আলী ফকির, অফিসার মোকলেস, স্থানীয় প্রভাবশালী মগা ভাই, এবং বিভিন্ন রঙের নারী চরিত্র: গোলাপি, কুসুম ও কোকিলা। নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম, মৌসুমী হামিদ, রোজী সিদ্দিকী, অদিতি জাহান অথৈ, এস কে বাপ্পি সহ অনেকে।

পরিচালক হিমু জানান, দীর্ঘদিন পর নাটকে ফিরেছেন তিনি। যদিও তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের, কিন্তু ভিসা জটিলতার কারণে পরিকল্পিত সিনেমার কাজ স্থগিত হয়ে যায়। তাই আবারও নাটকে মন দিয়েছেন।

নির্মাতার ভাষায়, “ঘুরিতেছে পাঙ্খা শুধু একটি মজার নাটক নয়, এর ভেতরে রয়েছে আমাদের সমাজ, সম্পর্ক, আর আবেগের বহু স্তর। দর্শকরা এতে নিজেদের জীবনের কিছু না কিছু খুঁজে পাবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।