
রাইজিংসিলেট- বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একজন সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি তোয়াজিদুল হক তুহিন (৪৫), যিনি লালাবাজার ইউনিয়ন পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তুহিনের বিরুদ্ধে ওই আন্দোলনে সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।