
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সামরিক সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং বহু কর্মী এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিস্ফোরণে একটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার আগেই হাম্প্রিজ কাউন্টির একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘Accurate Energetic Systems’ নামের এই কারখানায় বিস্ফোরণ ঘটে। স্থানটি ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
প্রাথমিকভাবে জানা গেছে, বড় বিস্ফোরণের পর একের পর এক ছোট বিস্ফোরণ হতে থাকায় উদ্ধারকর্মীরা দ্রুত ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, কমপক্ষে ১৯ জন কর্মী নিখোঁজ রয়েছেন।
আকাশপথ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া গাড়ি এবং ভেঙে যাওয়া স্থাপনার অংশ দেখা গেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, এটি সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক খাতে ব্যবহৃত বিস্ফোরক ও শক্তিশালী উপকরণ তৈরির জন্য পরিচিত। কারখানাটি প্রায় ১,৩০০ একর জায়গাজুড়ে বিস্তৃত এবং এতে একাধিক উৎপাদন ভবন ও একটি ল্যাব রয়েছে।
আশপাশের বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে তাদের বাড়ির দেয়াল কেঁপে ওঠে। কেউ কেউ নিজেদের সিসিটিভি ক্যামেরায় শব্দটি রেকর্ডও করেন।
টেনেসি জরুরি ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে যে সেখানে আহতের ঘটনাও ঘটেছে, তবে আনুষ্ঠানিকভাবে সংখ্যা জানানো হয়নি। স্থানীয় শেরিফ ক্রিস ডেভিস বলেন, “আমাদের কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। কয়েকজনের মৃত্যুও নিশ্চিত হয়েছে, তবে সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না।”
এ ঘটনায় তদন্ত চলছে এবং কারণ নির্ণয়ে কয়েক দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাকইওয়েন শহরের মেয়র ব্র্যাড র্যাচফোর্ড বলেন, “এটি আমাদের পুরো সম্প্রদায়ের জন্য এক দুঃসহ মুহূর্ত।