
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার রশীদিয়া মাদ্রাসা গণক্ষাই পরিদর্শন করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান।
(১১ অক্টোবর) দুপুরে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে মাদ্রাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনকালে ওসি শফিকুল ইসলাম খান মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, ছাত্রদের আবাসিক ব্যবস্থাপনা ও লিল্লাহ বোর্ডিংয়ের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি ছাত্রদের মধ্যে তাৎক্ষণিকভাবে শিন্নি বিতরণ করেন এবং লিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ওসি শফিকুল ইসলাম খান বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীরা নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গঠিত সমাজের মূল চালিকা শক্তি। তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।
মাদ্রাসার মুহতামিম, শিক্ষক ও এলাকাবাসী থানার ওসি’র এই মানবিক ও ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।