
আজ পুরো বাংলাদেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ একটা ছাতার নিচে নিয়ে এসেছে বিএনপি বলেছেন,বিএনপির যুগ্ম মহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ।
তাই খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে বিএনপি ও ধানের শীষে ভোটের প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে একটি দলের তালিমের অপপ্রচার রুখে দিতে মহিলা-দলকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
এ্যানি মাদক সন্ত্রাস নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সন্ত্রাসীদের এলাকা ছাড়তে হবে। সমাজের সব অপকর্মের মূল কারণ মাদক। ধরে ধরে আইনের আওতায় তাদের তুলে দেওয়া হবে।
শনিবার (১১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সদরের দিঘলী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা। স্থানীয় জামিরতলী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
সময় বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি উপস্থিত ছিলেন।