
আইনুল হক, সিকৃবি প্রতিনিধি : আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত “স্ট্রিট অ্যানিমাল ফ্রি রেবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন”-এর দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রথম পর্বের সফলতার ধারাবাহিকতায় এবারও শতাধিক বেওয়ারিশ ও পোষা কুকুর-বিড়ালকে বিনামূল্যে রেবিস টিকা প্রদান করা হয়। এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাণিপ্রেমী সচেতন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রাস্তার প্রাণীদের টিকাদানের মাধ্যমে “Zero Rabies by 2030” লক্ষ্যের দিকে আরও এক ধাপ অগ্রসর হওয়া।
এই আয়োজনের পেছনে ছিল PRADHIKAR (প্রাধিকার) ও IVSA SAU Bangladesh-এর যৌথ উদ্যোগ, এবং সহযোগিতায় ছিল PMAC Veterinary Teaching Hospital, Sylhet Agricultural University।
টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক ও প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. মোক্তার হোসেন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও আইভিএসএ সাউ বাংলাদেশ-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. তিলক চন্দ্র নাথ, icddr,b এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাফিউল আলম, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ফিল্ড এপিডেমিওলজিস্ট কাজী তাহমিনা করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাধিকারের সভাপতি মো. জিহাদ আহমেদ, সাধারণ সম্পাদক ইসহাক হাসিব, এবং IVSA SAU Bangladesh-এর সভাপতি এ. এফ. এম. আব্দুল্লাহসহ উভয় সংগঠনের সক্রিয় সদস্যরা।
উক্ত ক্যাম্পেইনে পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক ড. মোক্তার হোসেন বলেন, “প্রাধিকার ও আইভিএসএ সাউ-এর এ ধরনের যৌথ উদ্যোগ প্রাণীকল্যাণে বড় ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এধরনের কার্যক্রমে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় বলেন, “এধরণের মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জলাতঙ্কের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি এবং রাস্তার প্রাণীদের টিকাদান সমাজকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উল্লেখ্য যে,জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা মানুষ ও প্রাণী উভয়ের জন্য মারাত্মক। নিয়মিত টিকা প্রদান ছাড়া এ রোগ প্রতিরোধের অন্য কোনো উপায় নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে জলাতঙ্কজনিত মানব মৃত্যুহার শূন্যে নামিয়ে আনা হবে।নিজের পোষা প্রাণীকে নিয়মিত রেবিস টিকা দিলে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকবেন, আর রাস্তার প্রাণীদের টিকা দিলে পুরো সমাজ জলাতঙ্কের ঝুঁকি থেকে মুক্ত হতে পারে।