ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের মানববন্ধন ও নাগরিক সমাবেশে

rising sylhet
rising sylhet
অক্টোবর ১২, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

যানঝটমুক্ত ক্লিন নগর গঠন নাগরিক প্রত্যাশা সিলেট মডেল নগর গঠনের উদ্যোগ অব্যাহত রাখার দাবীতে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে এক মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে সিলেট সিটি পয়েন্টের সামনে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান।

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের নির্বাহী কমিটির সভাপতি দেলওয়ার হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, সিসিকের ৪০ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম সুমন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রহমান, সহ সমাজসেবা সম্পাদক তানবির আহমেদ, সদস্য শ্রাবন আলী, বিশিষ্ট ব্যবসায়ী সালমান বিন মালেক, ব্যবসায়ী আব্দুর রউফ, মুহিবুর রহমান নাহিদ, ইমন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা যানঝটমুক্ত ক্লিন নগর গঠন নাগরিক প্রত্যাশা সিলেট মডেল নগর গঠনের লক্ষ্যে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, সিলেটকে একটি আদর্শ মডেল নগরীতে রূপ দিতে হলে নাগরিকদের সচেতনতা, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও রাজনৈতিক সদিচ্ছা একসঙ্গে প্রয়োজন।

বক্তারা বলেন, নগরীর উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িত রয়েছে সুশৃঙ্খল যানবাহন চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের সহযোগিতা। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে একটি যানঝটমুক্ত, সবুজ ও ক্লিন মডেল নগরীতে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।