ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের প্রচারণায় পাপলু

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৩, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন ।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিদ্দিকুর রহমান পাপলু কানাইঘাট মাদ্রাসা প্রাঙ্গণে শায়িত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরবর্তীতে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কানাইঘাট বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং এক পথসভায় বক্তব্য দেন।

পথসভায় বক্তব্যকালে সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ‘দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। ধানের শীষের পক্ষে এখন জোয়ার উঠেছে। আমরা কোনো ব্যক্তির প্রচারণায় নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফা ও ধানের শীষের পক্ষে ভোট দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে মাঠে নেমেছি। সিলেট-৫ আসনের ধানের শীষ কাউকে লিজ দেওয়া হয়নি; দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’

লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হুসেন বুলবুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ চৌধুরী ও আব্দুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া হাবিব জাকু, বিএনপি নেতা জাকারিয়া আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আর. এ. বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলওয়ার ইসমাইল, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বদরুল ইসলাম মেম্বার, সাইফুর রহমান, কামিল আহমদ সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. এইচ. আল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান আহমেদস, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদলের জাবেদুর রহমান, ইয়াহিয়া আল মাহবুবসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।