ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবি

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৫, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার না হলে সড়ক ভবন ঘেরাও কর্মসূচির হুমকি দিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল। তিনি বলেন, “জনগণের করের টাকায় কর্মকর্তা-কর্মচারীরা আরাম-আয়েশে থাকবেন, আর জনগণ কষ্টে থাকবে—তা মেনে নেওয়া হবে না।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতীরবর্তী ফেরিঘাট এলাকায় আয়োজিত এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আব্দুল আহাদ খান জামালের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন, শ্রমিক নেতা ফখরুল ইসলাম পাপলু, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল করিম চৌধুরী, যুবদলের টুটুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রেজাউর রহমান কাওসার। মানববন্ধন পরিচালনা করেন জাকারিয়া আরেফিন ফয়সল।

প্রখর রৌদ্র উপেক্ষা করে মানববন্ধনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।