
রাইজিংসিলেট- সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার না হলে সড়ক ভবন ঘেরাও কর্মসূচির হুমকি দিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল। তিনি বলেন, “জনগণের করের টাকায় কর্মকর্তা-কর্মচারীরা আরাম-আয়েশে থাকবেন, আর জনগণ কষ্টে থাকবে—তা মেনে নেওয়া হবে না।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতীরবর্তী ফেরিঘাট এলাকায় আয়োজিত এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আব্দুল আহাদ খান জামালের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন, শ্রমিক নেতা ফখরুল ইসলাম পাপলু, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল করিম চৌধুরী, যুবদলের টুটুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রেজাউর রহমান কাওসার। মানববন্ধন পরিচালনা করেন জাকারিয়া আরেফিন ফয়সল।
প্রখর রৌদ্র উপেক্ষা করে মানববন্ধনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।