
জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় গরু, মহিষ ও বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ১৯ ব্যাটালিয়ন।
বুধবার (১৫ অক্টোবর) রাত ও বৃহস্পতিবার ভোরে এসব পণ্য ও গরু মহিষ আটক করা হয়।
বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এ প্রসঙ্গে বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান চলবে।
বিজিবি জানায়, জৈন্তাপুর বিওপি’র আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু, ১টি মহিষ ও একটি ইজিবাইক আটক করা হয়। এসবের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা।
ওই রাতেই সুরইঘাট ও লালাখাল বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে ৩টি ভারতীয় গরু, ৫০০ কেজি সুপারি, ৩০০ কেজি পেঁয়াজ, ১৬০ কেজি চা পাতা ও ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। এসবের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।