
রাইজিংসিলেট- ঢাকাই শোবিজ অঙ্গনে চলতি সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন দুই জনপ্রিয় তারকা—অভিনেত্রী মাহিয়া মাহি ও অভিনেতা নিলয় আলমগীর। তবে একে অপরের চেয়ে একেবারেই ভিন্ন প্রসঙ্গে। একজন ব্যক্তিজীবন ও নতুন সিনেমার খবরে আলোচনায়, অন্যজন শিল্পীসত্ত্বা ও নৈতিকতা প্রশ্নে সোচ্চার।
মাহিয়া মাহির ব্যক্তিজীবনে নতুন ইঙ্গিত, সঙ্গে ‘অন্তর্যামী’ নামের নতুন সিনেমা
দীর্ঘদিন মিডিয়ার বাইরে ছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। তবে সম্প্রতি তিনি নিজের সাবেক স্বামী রকিব সরকার ও সন্তানকে নিয়ে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশনে মাহি লেখেন “মাশআল্লাহ্” ও একটি হৃদয়ের ইমোজি। এতে অনেকেই ধরে নিচ্ছেন, তাদের পুরোনো সম্পর্কে হয়তো নতুন করে এক হওয়ার ইঙ্গিত রয়েছে। যদিও মাহি বা রকিব কেউই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
এই ব্যক্তিগত আলোচনার মধ্যেই মাহি ভক্তদের জন্য নিয়ে এসেছেন নতুন খবর। তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘অন্তর্যামী’ নামে একটি লেডি অ্যাকশন সিনেমায়, যা পরিচালনা করবেন সৈকত নাসির এবং প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। মাহির ভাষ্য মতে, এটি তার হিট সিনেমা ‘অগ্নি-২’-এর পর এক নতুন ধারা, যেখানে কোনো পুরুষ নায়ক নেই। মূল চরিত্রে থাকছেন মাহি নিজেই এবং তার সঙ্গে থাকবেন ৯ বছর বয়সী এক শিশু শিল্পী, মাবশু।
নিলয় আলমগীরের প্রশ্ন: “শুটিংয়ের ভিডিও দিয়ে ডলার কামানো কতটা নৈতিক?”
অন্যদিকে, ছোটপর্দার পরিচিত মুখ নিলয় আলমগীর শোবিজে একটি পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নাটক বা সিনেমার শুটিং সেট থেকে গোপনে ‘বিহাইন্ড দ্য সিনস’ (BTS) ভিডিও বা ছবি তুলে অনেকেই তা নিজের চ্যানেলে পোস্ট করে আয় করছেন, যা প্রযোজকের বিনিয়োগের প্রতি অবিচার।
নিলয় বলেন, “প্রমোশন করার দায়িত্ব প্রযোজকের। কেউ যদি নিজের মতো করে ভিডিও ফাঁস করে, তাহলে তা কেবল অনৈতিক নয়, বরং আইনি জটিলতারও কারণ হতে পারে।” তিনি আরও জানান, অনেক সময় শুটিং ইউনিটের সদস্যরা সিক্রেট চ্যানেল খুলে এসব ভিডিও দিয়ে উপার্জন করছেন, যা পুরো প্রজেক্টের জন্য ক্ষতিকর।