
রাইজিংসিলেট- ওয়ানডে ফরম্যাটে কঠিন সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক—আফগানিস্তানের কাছে ৩-০ তে ধবলধোলাই, শ্রীলঙ্কার কাছে সিরিজ হার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো জয় না পাওয়া, এমনকি উইন্ডিজ সফরেও একই পরিণতি।
এই দুঃসময় থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে ঘরের মাঠে। আজ (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যেখানে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শুধু পরাজয়ের বৃত্ত ভাঙাই নয়, বরং এই সিরিজের ফলাফল ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১০ম স্থানে, ঠিক তার ওপরে ৯ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। সোজা কথা, বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে এই সিরিজে ৩-০ ব্যবধানে জেতা ছাড়া বিকল্প নেই।
বাংলাদেশের মূল সমস্যা ব্যাটিং। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার—সবখানেই ঘাটতি। ইনিংস বড় করতে পারছে না ব্যাটাররা, টি-টোয়েন্টির প্রভাব এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর মাঝে ওপেনিংয়ে সৌম্য সরকার ও সাইফ হাসানকে নিয়ে নতুন চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।
তিন নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত, তবে তিনি নিজেও খুঁজছেন ফর্ম। মিডল অর্ডারে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হতে পারে। তার সঙ্গে দেখা যেতে পারে তাওহিদ হৃদয় বা নুরুল হাসান সোহানকে। অলরাউন্ডার হিসেবে নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ।
মিরপুরের স্পিন সহায়ক উইকেট মাথায় রেখে বোলিং ইউনিটে দেখা যেতে পারে রিশাদ হোসেন ও তানভীর ইসলামকে। পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান, সঙ্গে থাকবেন তানজিম হাসান সাকিব অথবা তাসকিন আহমেদ।
সম্ভাব্য একাদশ – বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়/নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আজ দুপুর ১:৩০ মিনিটে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। টানটান উত্তেজনার এই লড়াইয়ে টাইগারদের দাপুটে ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।