
রাইজিংসিলেট- নাটোরের লালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবা-মেয়ে। দীর্ঘ ২৫ বছর পর ফের পড়াশোনায় ফিরে এসে একই বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফল হয়েছেন বাবা আব্দুল হান্নান ও মেয়ে হালিমা খাতুন।
বাবা আব্দুল হান্নান বাঘা কাকড়ামারী কলেজ থেকে জিপিএ-৪.৩৩ এবং মেয়ে হালিমা গোপালপুর ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৩.৭১ অর্জন করেন। এর আগে ২০২৩ সালে একই সঙ্গে এসএসসি পরীক্ষায়ও উত্তীর্ণ হন তারা।
আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু শিক্ষার প্রতি ভালোবাসা তাকে ফের টেনে আনে। কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়ে মেয়ের সঙ্গে পরীক্ষা দেন এবং সফল হন।
হালিমা বলেন, বাবার অধ্যবসায় তাকে অনুপ্রাণিত করেছে, এবং ভবিষ্যতে একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে চান তারা।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিক্ষার বয়স নেই—এই বার্তাই দিয়েছেন আব্দুল হান্নান।”