
রাইজিংসিলেট- মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছেন।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার পক্ষ থেকে হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গেও হাইকমিশনার বৈঠক করেন। সেখানে বিভিন্ন সমঝোতা স্মারকের বাস্তবায়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব মোহাম্মদ তানজিম হুসেন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।