ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে সুরমা নদীতে ভেসে উঠল অ জ্ঞা ত যুবকের ম র দেহ

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৮, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামে সুরমা নদীতে ভেসে উঠেছে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় মরদেহটি নদীর পাড়ে তোলেন।

ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নির্দেশে এসআই (নি:) মোঃ এরশাদ আলী লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে দেখা যায়, মরদেহটি অস্বাভাবিকভাবে ফুলে গেছে এবং আংশিক পচে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃতদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী এক পুরুষের এবং মৃত্যু ঘটেছে প্রায় ৪ থেকে ৫ দিন আগে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী জানিয়েছেন, লাশটি তাদের এলাকার কোনো ব্যক্তির নয়।

লাশের পরিচয় শনাক্তকরণের জন্য স্থানীয় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এবং সিআইডি টিমকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অজ্ঞাত মরদেহটি উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে আমরা পিবিআই ও সিআইডির সহায়তা নিচ্ছি। কেউ যদি মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেন, তাহলে ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ করছি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ লাশের পরিচয় উদঘাটন ও মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।