
দক্ষিণ সুরমার কদমতলির মিতালী আবাসিক হোটেল থেকে কয়ছর আহমেদ নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়ছর জকিগঞ্জ থানার সৈয়দাবাদ গ্রামের আব্দুস সালাম ও হোসনা বেগমের ছেলে।
এসময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এডিসি সাইফুল।
শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির একদল সদস্য কদমতলিস্ত আবাসিক হোটেল মিতালীর ২২৬নং কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।