
রাইজিংসিলেট- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের (ইসি) প্রতি কঠোর সমালোচনা করে বলেছেন, বর্তমান ইসি মেরুদণ্ডহীন, তাদের মাধ্যমে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব নয়।
রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে প্রতীক সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। এ সময় এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
হাসনাত অভিযোগ করেন, ইসি যেসব প্রতীক বরাদ্দ দিয়েছে, সেগুলোর পেছনে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তার মতে, ইসির আচরণ এক ধরনের স্বেচ্ছাচারিতা, যা প্রাচীনকালের শাসকদের আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি বলেন, “আমরা বলছি না তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে, কিন্তু তাদের কার্যক্রম দেখে সেটাই প্রতীয়মান হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, ইসির সিদ্ধান্তগুলো আইনগত ভিত্তির চেয়ে রাজনৈতিক প্রভাবের ফলাফল। তার ভাষায়, “রিমোট কন্ট্রোলটা অন্য কারও হাতে।”
প্রতিনিধি দলে আরও ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত না থাকায় তারা সচিবের সঙ্গেই আলোচনা করেন।
উল্লেখ্য, প্রতীক বরাদ্দ বিষয়ে সিদ্ধান্ত জানানোর শেষ দিন ছিল আজ। এনসিপি ‘শাপলা’ প্রতীকের দাবিতে অনড় থাকলেও, কমিশন তাদের বিকল্প প্রতীক বেছে নিতে বলে। এ বিষয়ে আলোচনা করতেই দলটি বৈঠকে অংশ নেয়।