ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় আবারও পূর্ণাঙ্গ আ ক্র মণ শুরু করার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৯, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

যুদ্ধবিরতি চুক্তি কয়েকদিন না পেরোতেই ইসরায়েলের একাধিক মন্ত্রী গাজায় আবারও পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।

অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি মাত্র শব্দ লিখে একই ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ!। অন্যদিকে, প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মন্তব্য করেছেন, যতদিন হামাস থাকবে, যুদ্ধ থাকবেই।

অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির তার এক্স-পোস্টে বলেছেন, তিনি চান ইসরায়েলি বাহিনী যেন সর্বোচ্চ শক্তি নিয়ে গাজা উপত্যকায় সম্পূর্ণরূপে যুদ্ধ পুনরায় শুরু করে। ইসরায়েলি গণমাধ্যমে গাজাজুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে খবর প্রকাশের পরপরই মন্ত্রীদের কাছ থেকে এই উস্কানিমূলক বক্তব্য আসে।

দীর্ঘদিনের সংঘাত ও দুর্ভিক্ষের মাঝে কিছুদিন আগে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল হামাস ও ইসরায়েল। তবে ইসরায়েলি মন্ত্রীদের এই ধরনের মন্তব্য তাদের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ বাড়িয়ে দিয়েছে।

নেতানিয়াহুর মন্ত্রিসভার আরেক সদস্য আভি ডিচটার পরিস্থিতিকে কঠিন ও জটিল বলে বর্ণনা করেছেন এবং হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, সমস্ত জীবিত জিম্মিরা আমাদের হাতে, পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েল হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে হাল ছাড়বে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।